issue_cover
x
Sports

সিরিজ় জিতল ভারত

sports-1
৩-০ ফলে শ্রীলঙ্কাকে ‘হোয়াইট ওয়াশ’ করে টেস্ট সিরিজ় জিতে নিল ভারত। গল কলম্বোর পর পাল্লেকেলে তৃতীয় টেস্টও জিতে নিল ভারত। এবারে ভারত জিতল ইনিংস এবং ১৭১ রানে। ভারত টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে। দুই ওপেনার শেখর ধওয়ান (১১৯) এবং লোকেশ রাহুলের (৮৫) পার্টনারশিপ ভারতে বড় রান তুলতে সাহায্য করে। কোহলি (৪২) এবং হার্দিক পাণ্ড্যর (১০৮) ঝোড়ো ব্যাটিংয়ের দৌলতে ভারত প্রথম ইনিংসে ৪৮৭ রান তোলে। উত্তরে প্রথমবার ১৩৫ এবং ফলো অনের পর দ্বিতীয় ইনিংসে সাকুল্যে ১৮১ তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ভারতের হয়ে ম্যাচে অশ্বিন ছ’টি, শামি এবং কুলদীপ যাদব পাঁচটি করে উইকেট নিয়েছে। ম্যাচের সেরা হয়েছে হার্দিক। সিরিজ় সেরা হয়েছেন তিন টেস্টে দু’টি সেঞ্চুরি পাওয়া শেখর ধবন। এর আগে গলে প্রথম টেস্টে ৩০৪ রানে বিরাটবাহিনী হারিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাকে। দ্বিতীয়টেস্ট হয় কলম্বোয়। সেই ম্যাচ চতুর্থ দিনের চা-বিরতির আগেই এক ইনিংস আর ৫৩ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। গোটা সিরিজ়ে ব্যাটে-বলে ভারতের দাপটের সামনে মোটেই এবার এঁটে উঠতে পারেনি শ্রীলঙ্কার তুলনায় অনভিজ্ঞ নতুনদের দল। সিরিজ়ে এরপরে পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি২০ ম্যাচ খেলবে ভারত।


জিতলেন বিজেন্দ্র

sports-2
অলিম্পিক্‌সে ব্রোঞ্জজয়ী বক্সার তিনি। ২০০৮ বেজিং অলিম্পিক‌্‌সে ব্রোঞ্জ জিতে সাড়া ফেলে দিয়েছিলেন ভারতীয় বক্সার বিজেন্দ্র সিংহ। পরে পেশাদার বক্সিংয়ে এসেও এপর্যন্ত টানা ন’টি বাউটে নেমে ন’টিতেই অপরাজিত তিনি। গত ডিসেম্বরে এশিয়া প্যাসিফিক সুপার মিডল ওয়েট চ্যাম্পিয়নের খেতাব ধরে রাখার লড়াইয়ে নেমে ফ্রান্সিস চেকাকে প্রথম রাউন্ডেই হারিয়ে দিয়েছিলেন বিজেন্দ্র। এবার চিনের বক্সার জুলফিকার মাইমাইতিয়ালির বিরুদ্ধেও জিতে গেলেন তিনি। এই জয়ের ফলে নিজের ডব্লিউ বি ও এশিয়া প্যাসিফিক সুপার মিডলওয়েট খেতাবটি ধরে রাখার সঙ্গে-সঙ্গে ডব্লিউ বি ও ওরিয়েন্টাল সুপার মিডলওয়েট খেতাবও জিতে নিলেন বিজেন্দ্র। পেশাদার বক্সার হিসেবে এটি তাঁর দ্বিতীয় খেতাব। গত এপ্রিলে লড়াই হওয়ার কথা ছিল। কিন্তু প্রতিপক্ষ পিছিয়ে যাওয়ায় তখন সে লড়াই বাতিল হয়ে যায়। অবশেষে সেই লড়াইয়ে মুম্বইয়ে মুখোমুখি হন ৩১ বছরের বিজেন্দ্র আর ২২ বছরের জুলফিকার। দশ রাউন্ডের ম্যাচ পুরো রাউন্ড চলে। তিন মিনিটের প্রতিটি রাউন্ডের শেষ বোঝা যাচ্ছিল না ম্যাচে কে জিততে চলেছেন। শেষ পর্যন্ত তিন রেফারির রেফারির সর্বসম্মতিতে ৯৬-৯৩, ৯৫-৯৪, ৯৫-৯৪ পয়েন্টে বাউট জিতে নিলেন বিজেন্দ্র।