issue_cover
x
Sports

বিশেষ দিনে পদ্মভূষণ ধোনির

এবছর ২৫ জানুয়ারি ঘোষিত হয়েছিল ৮৫ জন পদ্ম পুরস্কারপ্রাপকের (পদ্মবিভূষণ,পদ্মভূষণ ও পদ্মশ্রী) নাম। ২০ মার্চ রাষ্ট্রপতি ভবনে তাঁদের প্রায় সকলেই উপস্থিত থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত থেকে পুরস্কার নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন সেখানে উপস্থিত থাকতে পারেননি মহেন্দ্র সিংহ ধোনি। সেই পুরস্কার তাঁর হাতে তুলে দেওয়া হল, ২ এপ্রিল— যে দিনটা ইতিমধ্যেই ধোনির জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ! সাতবছর আগে, ২০১১ সালে এই দিনেই ২৮ বছরের খরা কাটিয়ে ভারতের ঘরে বিশ্বকাপ এনে দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। ফাইনালের শেষ ওভারের শেষ বলে ভারতকে জয় এনে দেওয়া তাঁর সেই দুরন্ত ছয় আজও প্রত্যেক ক্রিকেটপ্রেমী ভারতীয়র স্মৃতিতে টাটকা হয়ে আছে। বিশ্বকাপ জেতার জন্য দিনটা এতদিন স্পেশ্যাল ছিলই। এবার ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান প্রাপ্তির দিনটাও এই একই তারিখে পড়ে যাওয়ায় ক্যাপ্টেন কুলের জীবনে আরওই গুরুত্বপূর্ণ হয়ে উঠল ২ এপ্রিল।


দোষের শাস্তি দেওয়া হল স্টিভ স্মিথদের

বল বিকৃতির কথা তাঁরা নিজেরা স্বীকার করেছিলেন ঠিকই। কিন্তু দোষ স্বীকার করলেই তো সব সময় দোষীকে ক্ষমা করা যায় না। ফলত শাস্তি হল অস্ট্রেলীয় অধিনায়ক ডেভিড স্মিথ, সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং বোলার ক্যামেরন ব্যানক্রফ্টের। ক্রিকেট অস্ট্রেলিয়া আজ স্মিথ এবং ওয়ার্নারকে নির্বাসিত করেছে একবছরের জন্য। ব্যানক্রফ্টের নির্বাসনের মেয়াদ ন’মাস। আগামী অন্তত দু’বছরের জন্য অস্ট্রেলিয়ার অধিনায়কত্বও করতে পারবেন না স্মিথ এবং ব্যানক্রফ্ট। ওয়ার্নারকেও ভবিষ্যতে অধিনায়কত্ব দেওয়া হবে না বলে ঠিক হয়েছে। কোচ ড্যারেন লেম্যানকে নির্দোষ ঘোষণা করা হয়েছিল আগেই। ফলে তাঁর কোনও রকম শাস্তির প্রশ্নও উঠছে না।