issue_cover
x
Sports

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাম লেখালেন ইরফান পাঠান

ভারতে যেমন আই পি এল, ওয়েস্ট ইন্ডিজ়ে তেমনি জনপ্রিয় টি২০ লিগ হল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সি পি এল)। ২০১৩ সালে শুরু হওয়া এই লিগে প্রতি বছর যোগ দেন দেশ-বিদেশের বহু খেলোয়াড়। তবে এখনও পর্যন্ত কোনও ভারতীয় খেলোয়াড়কে এই লিগে খেলতে দেখা যায়নি। আরও ভেঙে বলতে গেলে, তাঁরা কেউ এই লিগে খেলার আগ্রহও প্রকাশ করেননি। এই বছর সেই প্রথা ভাঙলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে সি পি এল-এ খেলার আগ্রহ প্রকাশ করে লিগের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় নিজের নাম নথিভুক্ত করলেন তিনি। তবে নাম নথিভুক্ত করলেই যে তিনি খেলতে পারবেন, তার কোনও নিশ্চয়তা নেই। আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা এই লিগে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজ়ের বাইরের ২০টি দেশের মোট ৫৩৬ জন খেলোয়াড়। যদি কোনও দল ইরফানকে কিনতে আগ্রহী হন, তবেই খেলার সুযোগ পাবেন তিনি। খেলোয়াড় হিসেবে তিনি প্রথম হলেও, একজন ভারতীয় কিন্তু কোচ হিসেবে ইতিমধ্যেই যুক্ত আছেন এই লিগের সঙ্গে, তিনি হলেন বারবাডোস ট্রাইডেন্টসের প্রধান কোচ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবিন সিংহ।


একদিনের আন্তর্জাতিক খেলার যোগ্যতা পেল মার্কিন যুক্তরাষ্ট্র

anandamela-sports-bottom-25.4.2019-img1বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আই সি সি ঠিক করে কোন দেশ কী ধরনের ক্রিকেট খেলার অনুমতি পাবে। সেই নির্দেশ অনুযায়ী বর্তমানে ১২টি দেশ স্থায়ীভাবে একদিনের ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে। এছাড়া বিভিন্ন দেশকে অস্থায়ীভাবে আই সি সি এই মর্যাদা দিয়ে থাকে। সেই নিয়মে সম্প্রতি অস্থায়ীভাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা লাভ করল মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওমান। বিশ্ব ক্রিকেট লিগের দ্বিতীয় ডিভিশনের একটি ম্যাচে হংকংকে ৮৪ রানে হারিয়ে এই মর্যাদা পায় মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে টুর্নামেন্টের প্রথম তিনটি ম্যাচে যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং হংকংকে হারিয়ে নিজেদের জন্য এই মর্যাদা অর্জন করেছেন ওমানের খেলোয়াড়রা।