issue_cover
x
Quiz story 1

১. বিখ্যাত এক পত্রাবলীর ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘…চিঠিগুলি লেখা হয়েছিল একটি বালিকাকে’, যার মধ্যে পাওয়া যাবে ‘মেয়েটির ছেলেমানুষির আভাস’ আর ‘লেখকের সকৌতুক স্নেহ’। সেই পত্রাবলীর নাম কী?

 

২. এখন তোমরা যাকে শান্তিনিকেতনের রবীন্দ্র ভবন বলে জান, বলতে পারবে আগে এর কী নাম ছিল?

 

৩. রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত একটি গল্প ইংরেজিতে অনুবাদ করেছিলেন সিস্টার নিবেদিতা। সেটি প্রকাশিত হয়েছিল ‘দ্য মর্ডান রিভিউ’ পত্রিকায়। কোন গল্প সেটা?

 

৪. হ্যাম্পস্টিড হিথে তাঁদের বাড়ি ছিল ইংল্যান্ডের কবি, শিল্পী, সাহিত্যিক, দার্শনিকদের মিলনক্ষেত্র। তাঁদের সুন্দর বসবার ঘরটি পূর্ণ থাকত মনীষীদের মেলায়। এই বাড়ির গৃহকর্তাই রবীন্দ্রনাথকে পরিচিত করিয়েছিলেন ওদেশের মনীষীদের সঙ্গে। গৃহকর্তাটি কে?

 

৫. ইংরেজি ১৯১৫ সালে এক ভয়ানক দুর্ভিক্ষের কবলে পড়েছিল বাঁকুড়া। রবীন্দ্রনাথ সেখানকার নিরন্ন মানুষদের সাহায্যর উদ্দেশ্যে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে একটা নাটক মঞ্চস্থ করলেন। স্বয়ং রবীন্দ্রনাথ এই নাটকে দ্বৈত ভূমিকায় অভিনয় করেন। কবিশেখর আর অন্ধ, বৃদ্ধ বাউল। বলতে পারবে কোন নাটকের কথা বলা হচ্ছে?

গতবারের উত্তর

১। কাক।   ২। টুনটুনি।   ৩। শালিখ।   ৪। পানকৌড়ি।   ৫। বাবুই।