issue_cover
x
Featurelist detail

z মাসিক আনন্দমেলার ছোট্ট বন্ধুদের প্রতি


feature=24.12.218-big1 ‘আনন্দমেলা’-র ছোট্ট বন্ধুরা,
আর অল্প কয়েক ঘণ্টার মধ্যেই আমরা তোমাদের সুন্দর দেশ ছেড়ে চলে যাচ্ছি। কিন্তু আমার স্মৃতিতে চির-উজ্জ্বল থাকবে এখানকার জনগণের কথা, যারা তাদের স্নেহভালবাসার অনেকখানিই উজাড় করে দিয়েছে আমার আর আমার সহখেলোয়াড়দের উপর। ব্যক্তিগতভাবে তোমাদের সঙ্গে দেখা করতে এবং আলাপ করতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। কিন্তু তোমাদের কিছু বলতে চাই। আর তা আমাকে এখনই বলতে হবে। কারণ, আর কখনও তোমাদের দেশে আসতে পারব কিনা জানি না তো।

feature=24.12.218-big2

প্রথমেই তোমাদের ধন্যবাদ জানাতে হয় তোমাদের পত্রিকার ‘পেলে সংখ্যা’-র জন্য, যা আমাকে একটি দেওয়া হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, ওটি আমি পড়তে পারিনি। তবুও ওর পাতায় পাতায় আমার প্রতি তোমাদের শ্রদ্ধা ও ভালবাসার যে সুস্পষ্ট প্রমাণ পেলাম তা গভীরভাবে আমার হৃদয় স্পর্শ করেছে।
ফুটবলের প্রতি প্রগাঢ় আসক্তির যে নিদর্শন এই মহানগরীর যুবসমাজ দেখাল, তাতে আমি অভিভূত হয়েছি। যদি এই আসক্তির সঙ্গে থাকে দৃঢ় সঙ্কল্প, শৃঙ্খলা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম আর বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ তাহলে তোমাদের দেশ যে আন্তর্জাতিক ফুটবলের আসরে নিজের স্থান করে নেবে সে সম্পর্কে আমি নিশ্চিত।
এখানেই থামতে হচ্ছে। শুধু আর-একটা কথা। মানুষ হও এবং দেশকে কিছু দাও।
ঈশ্বর তোমাদের সহায় হোন! বিদায়!
ইতি তোমাদের বন্ধু
পেলে
কলকাতা, ভারত

বানান অপরিবর্তিত রাখা হল
কার্তিক, ১৩৮৪ (অক্টোবর, ১৯৭৭)