issue_cover
x
Farak Pao

পাশাপাশি দুটো ছবি কি একই?
না, একটুর জন্য হল না এক। ওদের আলাদা করেছে আটটি পার্থক্য। খুঁজে বের করো তো। উত্তর একসপ্তাহ পরে।

dvbottom_bg-624x1951112

আগের উত্তর

১) জানলার সামনের একটা টব সরে গিয়েছে।
২) বাড়ির পিছনের বেড়াটা মাপে ছোট।
৩) পিছনের পাহাড়টা ছোট।
৪) লোকটির জামার হাতার ডিজ়াইন বদলে গিয়েছে।
৫) লোকটির হাতের ব্যাগটা ছোট।
৬) নীচে রাখা গাছের একটা টব ছোট।
৭) বাড়ির দরজার নকশা বদলে গিয়েছে।
৮) বাড়ির জানলার নকশায় বদল হয়েছে।