issue_cover
x

ঝিঁঝিঁ ব্যাঙ। আসলে ব্যাঙ। কিন্তু তারা ডাক ছাড়ে ঠিক ঝিঁঝিঁ পোকার মতোই। ইংরেজিতে এদের নাম cricket frog। এই ক্রিকেট ব্যাঙেরই নতুন এক প্রজাতির সন্ধান পাওয়া গিয়েছে পশ্চিমঘাট পর্বতমালার উত্তর দিকে, মহারাষ্ট্রের পুনেতে। পুকুরের ধারে-ধারেই এরা থাকতে ভালবাসে বলে জানা গিয়েছে। নিজেদের সুরেলা কণ্ঠের সাহায্যে এরা যে একে অন্যকে রীতিমতো ডাকা়ডাকি করে, পাওয়া গিয়েছে তার প্রমাণও। বর্ষাকালে পুকুরের ধারে এরা ডিম পাড়ে। সেই ডিম আবার কাঁকড়ায় খেয়েও ফেলে। তবুও এরা টিকে আছে। যেখানে এদের দেখা পাওয়া গিয়েছে, তার আশপাশে অন্যান্য জায়গাতেও এদের কিছু আত্মীয়স্বজনকে খুঁজে পাওয়া যাবেই যাবে, এই আশায় বুক বেঁধেছেন জীববিজ্ঞানীরা। পুনেতে এই ব্যাঙ খুঁজে পাওয়া নিয়ে হইচই করার আরও একটা বড় কারণ, এর আগে এই ঝিঁঝিঁ ব্যাঙেরই অন্য এক প্রজাতিকে পুনেতে খুঁজে পাওয়া গিয়েছিল একশো বছরেরও বেশি আগে, ১৯১৫ সালে। নতুন এই প্রজাতি কবে থেকে ওই জঙ্গলে ছিল, জানা নেই। তবে এতদিন তারা ছিল আমাদের নজর এড়িয়ে, চুপিচুপি। পৃথিবীর আকাশ-বাতাসের সীমানা ছাড়িয়ে মহাকাশে আমরা আজকাল ঘুরে-ঘুরে বেড়াচ্ছি বটে, তবে এই আবিষ্কার প্রমাণ করে দিয়েছে, বিপুলা এই পৃথিবীর বহু কিছু আমাদের কাছে এখনও রয়ে গিয়েছে অজানা। এখনও অচেনা।