issue_cover
x

শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু দার্জিলিং সদর ব্লকে লেবংয়ের কাছে পানডাম চা বাগানের বাসিন্দারা বলছেন, তাঁরা নাকি গত দেড় মাসে একাধিকবার কালো চিতাকে চাক্ষুষ করেছেন। এমনকী কালো চিতার মতোই দেখতে একটি প্রাণীকে দেখা যাচ্ছে, এমন একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উপরন্তু সেখানকার বাগানের ম্যানেজার শুভেন্দু সেনগুপ্ত নিজেই দু’বার কালো চিতা বলে দাবি করেছেন। কালো চিতা ধরার জন্য খাঁচাও পাতা হয় তারপর। যদিও এখনও পর্যন্ত তাতে ধরা দেয়নি ব্ল্যাক প্যান্থার। শুভেন্দুবাবু বলছেন, ‘‘হয়তো (কালো চিতাটা) আরও উঁচু জঙ্গলে ঢুকে গিয়েছে।’’ তবে বন দফতর এখনও এই বিষয়ে বিবৃতি দেয়নি। তাঁদের তরফে রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) রবিকান্ত সিংহ বলেছেন, ‘‘ব্ল্যাক প্যান্থারের ছবি ভাইরাল হওয়ার বিষয়টি জানি, এখন আমরা সেই ছবি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’’