issue_cover
x

একবার, দু’বার নয়, এখনও পর্যন্ত এই আই পি এল-এ তিন-তিনবার ঘটল ঘটনাটি, বল উইকেটে লাগলেও বেল না পড়ার কারণে আউট হলেন না ব্যাটসম্যান। এই তিন ভাগ্যবান ব্যাটসম্যানের প্রথমজন হলেন মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের ম্যাচে একটি বল তাঁর পায়ে লেগে গড়িয়ে-গড়িয়ে উইকেটে লাগলেও বেল না পড়ায় বেঁচে যান তিনি। দ্বিতীয় ঘটনাটিতে ধোনির ছোড়া বলেই আউট হতে-হতে বেঁচে যান কিংস ইলেভেন পঞ্জাবের ওপেনার কে এল রাহুল। কারণ সেই এক, উইকেটে লেগেও বেল না পড়া! গতকাল তৃতীয় ঘটনার ক্ষেত্রে জীবন পান কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যান ক্রিস লিন। এর পরেই এই নিয়মে কিঞ্চিৎ বদল আনার কথা বলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভগান। বর্তমানে ব্যবহৃত উন্নত প্রযুক্তির স্টাম্পে আলো লাগানো থাকে, বল লাগলেই যা জ্বলে ওঠে। ভগানের পরামর্শ, বলের আঘাতে আলো জ্বলে উঠলেই যেন আউট বলে গণ্য করা হয়, তার জন্য বেল পড়ার প্রয়োজন নেই।