issue_cover
x

khalabottom-imgএই নিয়ে দ্বিতীয়বার। যুবরাজ সিংহের পর বিশ্বকাপ চলাকালীন অবসর ঘোষণা করলেন আরও এক ভারতীয় ক্রিকেটার। অম্বাতি রায়াডু। অন্ধ্রপ্রদেশের এই ডানহাতি ব্যাটসম্যান দেশের হয়ে খেলা শুরু করেন ২০১৩ সালে। দেশের হয়ে ৫৫টি একদিনের ম্যাচ এবং ছ’টি টি২০ খেললেও টেস্ট খেলার সুযোগ হয়নি তাঁর। একদিনের ম্যাচে তাঁর সর্বোচ্চ রান ১২৪। রয়েছে তিনটি সেঞ্চুরি এবং দশটি হাফ সেঞ্চুরি। ৩৩ বছর বয়সি অম্বাতি আশা করেছিলেন ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। কিন্তু তা হয়নি। প্রাথমিকভাবে তাঁকে অতিরিক্ত খেলোয়াড়দের তালিকায় রাখাও হয়। কিন্তু দেখা গেল, শিখর ধওয়ান চোট পাওয়ায় উড়িয়ে নিয়ে যাওয়া হল বিজয় শঙ্করকে। তিনি চোট পাওয়ায় বদলি হিসেবে সুযোগ পেলেন ময়াঙ্ক আগরওয়াল। এসব দেখেই হয়তো হতাশা থেকে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন অম্বাতি রায়াডু।